ওয়ায়েস কুরুনী স্টাফ করেসপেন্ডেন্ট
বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ২০% বাড়ি ভাড়া, ১,৫০০ টাকা চিকিৎসা ভাতা, কর্মচারীদের ৭৫% উৎসব ভাতা প্রদানের দাবিতে এবং শিক্ষক নিপীড়নের প্রতিবাদে দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুরের নবাবগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে নবাবগঞ্জ একাত্তর চত্বরে এ কর্মসূচি পালন করেন উপজেলার সকল বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা।
বক্তারা বলেন, শিক্ষক-কর্মচারীদের ন্যায্য প্রাপ্য ভাতা ও সুযোগ-সুবিধা দ্রুত নিশ্চিত করতে হবে। একই সঙ্গে শিক্ষক নির্যাতনের ঘটনা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।
শেষে বক্তারা সতর্ক করে বলেন, দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে পরবর্তী সময়ে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে

0 মন্তব্যসমূহ