নবাবগঞ্জে স্ব-নির্ভর দলের উদ্যোগে বিশ্ব হাত ধোয়া দিৰস পালিত”

 


 নিজস্ব প্রতিবেদক “হাত ধোয়ার নায়ক হোন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা বিশ্বেৱ ন্যায় দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলায় “বিশ্ব হাত ধোয়া দিবস” পালিত হয়েছে। 

শেরনগর দক্ষিণপাড়া স্ব-নির্ভর দলের আয়োজনে  “বিশ্ব হাত ধোয়া দিবস”  উপলক্ষে বর্নাঢ্য র‌্যালি ও আলোচনা সভা ও সঠিক নিয়মে হাত ধোয়া অনুশীলন অনুষ্ঠিত হয়েছে। বর্নাঢ্য র‌্যালিটি শেরনগরের মো: ফারুকের বাড়ী থেকে শুরু হয়ে ইউনিয়ন পরিষদের মোড় হয়ে মো: ফারুকের বাড়ীতে শেষ হয়। র‌্যালিতে  স্ব-নির্ভর দলের পরিবারের সদস্য,এলকার অন্যান্যরা অংশগ্রহন করেন।

র‌্যালি শেষে আলোচনা সভায়  সভাপতিত্বে করেন শেরনগর দক্ষিণপাড়া স্ব-নির্ভর দলের সভাপতি মোছাঃ তাসনিম বেগম, উক্ত আলোচনা সভার প্রধান অতিথি ছিলেন মোছাঃ মাহফুজা বেগম, উত্তরা মহিলা সমবায় সমিতির নির্বাহী সদস্য (এ্যপেক্স বডি)।, বিশেষ অতিথি হিসেবে মোঃ হানিফ, সুশীল সমাজ এবং স্থানীয় মসজিদের সভাপতি এবং সেফাতুন বেগম ক্যাসিয়ায়  শেরনগর দক্ষিণপাড়া স্ব-নির্ভর দল। উপস্থিত ছিলেন সহকারী প্রকল্প কর্মকর্তা প্রদীপ কুমার বর্মন খান মোহাম্মদ মুছা, প্রকল্প কর্মকর্তা, সাপোর্ট প্রকল্প, ইসলামিক রিলিফ বাংলাদেশ, নবাবগঞ্জ, দিনাজপুর। শেরনগর দক্ষিণপাড়া স্ব-নির্ভর দলের সেক্রেটারী মোসা: তাজমুন নাহার সভা সঞ্চালনা ও স্বাগত বক্তব্য রাখেন ।

সভাপতি উপস্থিত সকলকে ধন্যবাদ জানান এবং বলেন প্রত্যন্ত গ্রামীণ পর্যায়ে শেরনগর স্ব-নির্ভর দল” বিশ্ব হাত ধোয়া দিবস ” আয়োজন করতে পেরে সত্যিই আমরা আনন্দিত, এই আয়োজন সফল ভাবে শেষ করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।

প্রধান অতিথি বলেন, আমাদের শরীরে হাত দিয়েই জীবানু প্রবেশ করে, তাই সুস্থ্য ও ভবিষ্যতে ভালোভাবে বেচেঁ থাকার জন্য হাত ধোয়ার কোন বিকল্প নেই। বিশেষ অতিথি বলেন আজকে আমরা উত্তমভাবে হাত ধোয়া অনুশীলন করবো এবং তা আমারা আমাদের পরিবারে  ও সমাজে অনুশীলন করবো।

আলোচনা সভা শেষে অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের সম্মুখে সেক্রেটারী মোসা: তাজমুন নাহার হাত ধোয়ার সঠিক নিয়মগুলো হাতে কলমে প্রদর্শন করা হয়, শেরনগর স্ব-নির্ভর দলের সদস্যদেনর ছেলে-মেয়েরা হাত ধোয়ার সঠিক নিয়মগুলো অনুশীলণ করে।

শেরনগর স্ব-নির্ভর দলের কোষাধ্যক্ষ সেফাতুন বেগম তার অনুভুতি প্রকাশ করতে গিয়ে বলেন, আজ আমার জন্য একটি খুবই বিষেষ দিন, কারন আমরা জীবনে প্রথবারের মত এমন ্একটি অনুষ্টানের আযোজন  ও অংশগ্রহন করতে পেরেছি , আমরা চিন্তাও করতে পারি নাই নিজেরা এর রকম একটি সফল অনুষ্ঠান করতে পারি, আমদের এই সক্ষমতা তৈরী করেছে ইসলামিক রিলিফ বাংলাদেশ বাস্তবায়িত ”সার্পোট প্রকল্প” , সেই সাথে ধন্যবাদ ইসলামিক রিলিফ কানাডাকে.  ”সার্পোট প্রকল্প”  শুধু আমাদের আর্থনৈতিক ভাবে সক্ষমতা বৃদ্ধি করে সামাজিক ভাবে ও আমাদের কন্ঠ তুলে ধনা এবং সফল অনুষ্ঠান আয়োজনের সক্ষমত্ তৈরী করেছে, এ প্রসঙ্গে তিনি বিগত দিনে সফলভাবে স্বাস্থ্য ক্যাস্প আযোজকে স্মরন করে, এ সকল সক্ষমতাই হচ্ছে আমাদের স্ব-নির্ভর দলে অগ্রসরের পথ নির্দেশনা। এভাবে সবাই পাশে থাকলে এবং সদস্যগণ একতা থাকলে আমরা এরকম অনুষ্ঠান উদযাপন অব্যাহত রাখবো।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ