নবাবগঞ্জে বিশ্ব শিশু দিবস ও জাতীয় শিশু অধিকার সপ্তাহ উদযাপন

 


ওয়ায়েস কুরুনী স্টপ করেসপেন্ডেন্ট 

“শিশুর কথা শুনবো আজ, শিশুর জন্য করবো কাজ”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় বিশ্ব শিশু দিবস ও জাতীয় শিশু অধিকার সপ্তাহ-২০২৫ উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।

বেসরকারি উন্নয়ন সংস্থা ইসলামিক রিলিফ বাংলাদেশ-এর ‘সাপোর্ট’ প্রকল্পের উদ্যোগে মঙ্গলবার (৭ অক্টোবর) উপজেলার বিনোদনগর ইউনিয়নে কমিউনিটি ভিত্তিক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন গোলাবাড়ী স্বনির্ভর দলের সদস্য ভারতী কিস্কু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘সাপোর্ট’ প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক কাজল কুমার বসাক এবং বিশেষ অতিথি ছিলেন বিনোদনগর ইউনিয়ন পরিষদের সদস্য আরশাফুল হক।

সভায় বক্তারা বলেন, শিশুদের অধিকার ও সুরক্ষা নিশ্চিত করা সমাজের প্রতিটি মানুষের দায়িত্ব। শিশুদের শেখা, নিজেকে প্রকাশ করা এবং অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করে দিতে হবে। তাদের হাসি ও সৃজনশীলতা সমাজকে আলোকিত করে।

প্রধান অতিথি কাজল কুমার বসাক বলেন, “আমরা আমাদের সম্প্রদায়ের সঙ্গে বিশ্ব শিশু দিবস উদযাপন করতে পেরে গর্বিত। এটি শিশুদের শেখা ও বিকাশের একটি প্ল্যাটফর্ম তৈরি করে।”

বিশেষ অতিথি আরশাফুল হক বলেন, “আজকের এ সভার মাধ্যমে আমরা বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সম্পর্কে জানতে পেরেছি। ইসলামিক রিলিফ বাংলাদেশ যেন এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যায়, সেই প্রত্যাশা করি।”

সভায় শিশুর অধিকার, সুরক্ষা, বিকাশ এবং শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় ইসলামিক রিলিফ বাংলাদেশের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, নারী-পুরুষ ও শিশু-কিশোররা উপস্থিত ছিলেন।

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই সভা নবাবগঞ্জে বিশ্ব শিশু দিবস ও জাতীয় শিশু অধিকার সপ্তাহ উদযাপনকে আরও অর্থবহ করে তোলে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ