নবাবগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৫ উদযাপন

 


ওয়ায়েস কুরুনী, নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

“একদিন তুমি পৃথিবী গড়েছো, আজ আমি স্বপ্ন গড়বো—সযত্নে তোমায় রাখবো আগলে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের নবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৫।

মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল ১০টা ৩০ মিনিটে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে আলোচনা সভায় মিলিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা শুভ্র প্রকাশ চক্রবর্তী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জিল্লুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মুনতাসির মাহাফুজ, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ তরিকুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন, ইউপি চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম ফতে এবং অন্যান্য জনপ্রতিনিধি, সমাজকর্মী ও সুধীজন।

আলোচনা সভায় বক্তারা বলেন, প্রবীণ ব্যক্তিরা আমাদের সমাজের অভিজ্ঞতা ও প্রজ্ঞার প্রতীক। তাঁদের সম্মান ও সুরক্ষা নিশ্চিত করা সামাজিক ও মানবিক দায়িত্ব।

অনুষ্ঠানটি আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়, নবাবগঞ্জ, দিনাজপুর।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ