নবাবগঞ্জে টিসিভি টিকাদান কর্মসূচি নিয়ে উপজেলা সমন্বয় সভা অনুষ্ঠিত

 


✍️ ওয়ায়েস কুরুনী, নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি


দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে মঙ্গলবার (৭ অক্টোবর ২০২৫) টিসিভি (Typhoid Conjugate Vaccine) টিকাদান কার্যক্রম নিয়ে উপজেলা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।


সভায় সভাপতিত্ব করেন নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সোলাইমান মেহেদী। সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জিল্লুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শুভ্র প্রকাশ চক্রবর্তী, উপজেলা আইসিটি অফিসার মোঃ তারেক সেফাতী, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ হারুন অর রশিদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ নাজমুল হুদা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আর.এম.ও ডাঃ মুকসিত, নার্স, স্বাস্থ্যকর্মীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট প্রতিনিধিরা।


সভায় জানানো হয়, ৯ মাস থেকে ১৫ বছর বয়সী সকল শিশু এই টিসিভি টিকা গ্রহণ করতে পারবে। টিসিভি টিকাদান কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়। বক্তারা বলেন, টাইফয়েড প্রতিরোধে টিসিভি টিকা অত্যন্ত কার্যকর এবং এটি সরকারের জাতীয় টিকাদান কর্মসূচির (EPI) একটি গুরুত্বপূর্ণ সংযোজন।


অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO), গ্যাভি—দ্য ভ্যাকসিন অ্যালায়েন্স এবং বাংলাদেশ সরকার।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ