নবাবগঞ্জে হেয়াতপুর বাজার এলাকা থেকে ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার

 


ওয়ায়েস কুরুনী, নবাবগঞ্জ (দিনাজপুর)

দিনাজপুরের নবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে হেয়াতপুর বাজার এলাকা থেকে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১১ অক্টোবর) নবাবগঞ্জ থানার এসআই মাহমুদ, এএসআই গোলজার, কনস্টেবল মেহেদি ও কনস্টেবল রায়হানের নেতৃত্বে পরিচালিত অভিযানে ৩২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ রাকিবুজ্জামান নামে এক আসামীকে আটক করা হয়।

এ ঘটনায় নবাবগঞ্জ থানায় মামলা নং ০৯, তারিখ ১১/১০/২০২৫ ধারায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।


নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি নিশ্চিত করে জানান, মাদকবিরোধী অভিযান চলমান রয়েছে এবং সমাজ থেকে মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ