ওয়ায়েস কুরুনী, নবাবগঞ্জ (দিনাজপুর)
দিনাজপুরের নবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে হেয়াতপুর বাজার এলাকা থেকে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১১ অক্টোবর) নবাবগঞ্জ থানার এসআই মাহমুদ, এএসআই গোলজার, কনস্টেবল মেহেদি ও কনস্টেবল রায়হানের নেতৃত্বে পরিচালিত অভিযানে ৩২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ রাকিবুজ্জামান নামে এক আসামীকে আটক করা হয়।
এ ঘটনায় নবাবগঞ্জ থানায় মামলা নং ০৯, তারিখ ১১/১০/২০২৫ ধারায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি নিশ্চিত করে জানান, মাদকবিরোধী অভিযান চলমান রয়েছে এবং সমাজ থেকে মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

0 মন্তব্যসমূহ