ওয়ায়েস কুরুনী, নবাবগঞ্জ (দিনাজপুর)
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ৯ নং কুশদহ ইউনিয়নের ইসলামপুর গ্রামের লিটন মিয়া (পিতা: মোঃ মন্টু মিয়া, মাতা: মোছাঃ শহিদা বেগম)-এর বাড়ির চলাচলের রাস্তা দীর্ঘদিন ধরে প্রতিবেশী কর্তৃক বন্ধ করে রাখা হয়েছিল।
শনিবার (১১ অক্টোবর) সকালে বিষয়টি জানতে পেরে ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা ও গ্রামপুলিশের সহযোগিতায় রাস্তাটি চলাচলের জন্য খুলে দেওয়ার ব্যবস্থা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ জিল্লুর রহমান বলেন,
> “কারো চলাচলের রাস্তা বন্ধ করা আইনত দণ্ডনীয় অপরাধ। কেউ যেন এ ধরনের কাজ না করে।”
তিনি আরও বলেন,
> “প্রত্যেকে নিজের পাশাপাশি প্রতিবেশীর অধিকার রক্ষা করুন—তবেই সমাজে শান্তি ও সৌহার্দ্য বজায় থাকবে।”

0 মন্তব্যসমূহ