নবাবগঞ্জে করতোয়া নদীতে অবৈধ ড্রেজার মেশিনে অভিযান

 


ওয়ায়েস কুরুনী, নবাবগঞ্জ (দিনাজপুর)

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার মাহমুদপুর ইউনিয়নের জৈন্তপুর এলাকায় করতোয়া নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।


গত বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা জিল্লুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় বালু উত্তোলনের কাজে ব্যবহৃত একাধিক ড্রেজার মেশিন অকার্যকর করে দেওয়া হয়।


উপজেলা নির্বাহী কর্মকর্তা জিল্লুর রহমান বলেন, “নবাবগঞ্জ উপজেলার কোথাও ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করা যাবে না। এটি দণ্ডনীয় অপরাধ। কেউ চালালে তার বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”


তিনি আরও জানান, নদীর স্বাভাবিক প্রবাহ রক্ষা ও পরিবেশ সংরক্ষণের স্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ