নবাবগঞ্জে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০২৫ উদযাপন

 


ওয়ায়েস কুরুনী, নবাবগঞ্জ (দিনাজপুর)


“শিশুর কথা শুনব আজ, শিশুর জন্য করব কাজ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের নবাবগঞ্জে উদযাপিত হয়েছে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০২৫। এ উপলক্ষে Islamic Relief Bangladesh এর উদ্যোগে শনিবার (১২ অক্টোবর ২০২৫) অনুষ্ঠিত হয় এক সৃজনশীল Art Session—“Color Your Dreams, Build Your Nation” শীর্ষক আয়োজন।


অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মুনতাসির মাহফুজ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দীপক কুমার বনিক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শুভ্রপ্রকাশ চক্রবর্তী, এবং সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্দুল ওয়াহেদ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রজেক্ট ম্যানেজার কাজল বসাক।


অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দশম শ্রেণীর ছাত্রী ফাহামিদা আক্তার।

শিশুরা নানা রঙে তাদের স্বপ্ন ও ভবিষ্যৎ আঁকে ক্যানভাসে। আয়োজনটি শিশুদের সৃজনশীলতা, আত্মপ্রকাশ ও অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।


ইসলামিক রিলিফ বাংলাদেশ জানায়, শিশুদের নিরাপদ ও সুন্দর ভবিষ্যৎ গড়তে তারা ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত রাখবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ