নবাবগঞ্জে অ্যানথ্রাক্স প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত

 


নবাবগঞ্জে অ্যানথ্রাক্স প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত

ওয়ায়েস কুরুনী, নবাবগঞ্জ (দিনাজপুর)


দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় তড়কা (অ্যানথ্রাক্স) রোগ প্রতিরোধে মাংস প্রক্রিয়াজাতকারীদের নিয়ে এক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


বুধবার (১৫ অক্টোবর ২০২৫ খ্রি.) সকাল ১০টায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ জিল্লুর রহমান। সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জনাব ডাঃ মোঃ আসাদুজ্জামান।


সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বন কর্মকর্তা মোঃ খায়রুল আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, স্থানীয় মাংস ব্যবসায়ী ও প্রক্রিয়াজাতকারীরা।


আলোচনা সভায় বক্তারা তড়কা (অ্যানথ্রাক্স) রোগের লক্ষণ, প্রতিরোধ ব্যবস্থা ও নিরাপদ মাংস প্রক্রিয়াকরণের গুরুত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি পশু জবাই, সংরক্ষণ ও বাজারজাতকরণের ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন তারা।


সভায় উপস্থিত অতিথিরা বলেন, অ্যানথ্রাক্স প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং সঠিক প্রাণিসম্পদ ব্যবস্থাপনা নিশ্চিত করতে সকলের সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ