ওয়ায়েস কুরুনী নবাবগঞ্জ দিনাজপুর
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় সারাদেশব্যাপী ব্যাপক বনায়ন কর্মসূচির অংশ হিসেবে বন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন “জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় সারাদেশব্যাপী ব্যাপক বনায়নের লক্ষ্যে চারা উত্তোলন (৪র্থ পর্যায়)” শীর্ষক প্রকল্পের আওতায় দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার চরকাই রেঞ্জ, সামাজিক বন বিভাগে বিনামূল্যে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
অর্থবছর ২০২৫-২৬ খ্রিস্টাব্দের এই কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জিল্লুর রহমান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন একাডেমি সুপারভাইজার মোঃ শফিউল ইসলাম, ফরেস্ট কর্মকর্তা খায়রুল আলম, জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা ফয়েজ ইমতিয়াজ, এ সি এফ নুরুন্নাহার ও উপজেলা খাদ্য কর্মকর্তা মুফাক্ষারুল প্রমুখ।
পরে অতিথিবৃন্দ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের হাতে বিনামূল্যে গাছের চারা তুলে দেন।

0 মন্তব্যসমূহ