নবাবগঞ্জে কিশোরী ধর্ষণের অভিযোগে মামলা, এজাহারনামীয় ১ জন গ্রেফতার

 


ওয়ায়েস কুরুনী স্টাফ করেসপেন্ডেন্ট :-

দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানাধীন ভাদুরিয়া ইউনিয়নের পারহরিনা গ্রামে ১৭ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের ঘটনায় মামলা রুজু হয়েছে। মামলার ভিত্তিতে অভিযুক্ত একজন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।

জানা গেছে, গত ১২ জুন ২০২৫ খ্রিঃ রাত্রি অনুমান ২০:১৫ ঘটিকায় ভিকটিম কিশোরী তার নিজ বাড়ির পশ্চিম পার্শ্বে বাঁশঝাড়ের ভিতরে গেলে তাকে জোরপূর্বক ধর্ষণ করে মোঃ শাহ আলম (২৮), পিতা-মোঃ দিলদার হোসেন, সাং-মোকামদহ (হরিনা), থানা-হাকিমপুর, জেলা-দিনাজপুর। এই ঘটনায় সহযোগিতা করেন আরেক এজাহারনামীয় পলাতক আসামী মোঃ শামসুল হক (৩০), পিতা-মোঃ আব্দুল গফুর, সাং-গুমরা (গুমরা হাফিজিয়া মাদ্রাসা সংলগ্ন), থানা-হাকিমপুর, জেলা-দিনাজপুর।

ভিকটিমের পরিবারের পক্ষ থেকে ২৪ জুন নবাবগঞ্জ থানায় মামলা রুজু করা হয় (মামলা নং-২৫)। মামলা রুজু হয়েছে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী-২০২০) এর ৯(১)/৩০ ধারায়।

থানার অফিসার ইনচার্জের দিকনির্দেশনায় মামলার তদন্তভার প্রাপ্ত হন এসআই (নিরস্ত্র) মোঃ মনিরুল ইসলাম। রাতভর অভিযান চালিয়ে তদন্তকারী কর্মকর্তা অভিযুক্ত মোঃ শাহ আলমকে তার নিজ এলাকা হতে গ্রেফতার করেন।

অন্যদিকে, পলাতক আসামী মোঃ শামসুল হককে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে থানা সূত্রে জানা গেছে। গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণের প্রক্রিয়া চলমান।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ