বৃক্ষরোপণ কর্মসূচী-২০২৫: নবাবগঞ্জে বিএনপির উদ্যোগে এক লক্ষ চারা বিতরণ

 


ওয়ায়েস কুরুনী স্টাফ করেসপন্ডেন্ট 

"গাছ লাগান, পরিবেশ বাঁচান—পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই" এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহের উদ্যোগে নবাবগঞ্জ উপজেলায় অনুষ্ঠিত হলো বৃক্ষরোপণ কর্মসূচী-২০২৫।

উপজেলা শহীদ মিনার চত্বরে আয়োজিত এই কর্মসূচীর প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ এবং দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।

সঞ্চালনায় ছিলেন মোঃ ইকবাল হোসেন।

সহযোগিতায় ছিলো এগ্রিকালচারিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব), দিনাজপুর।

এই কর্মসূচির আওতায় নবাবগঞ্জ উপজেলার নয়টি ইউনিয়নের ৮১টি ওয়ার্ডে এক লক্ষ চারা গাছ বিতরণ করা হয়েছে। বিএনপির নেতৃবৃন্দ জানান, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় এবং পরিবেশ রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

আয়োজকরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে "শহীদ জিয়া অমর হোক", "তারেক রহমান জিন্দাবাদ", "দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ" স্লোগানে কর্মসূচী শুরু করেন।

পরিবেশ রক্ষায় এ উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ