করতোয়া নদী থেকে বালু উত্তোলনে হুমকির মুখে সিরাজ বালুয়া পাড়ার শতাধিক বসতবাড়ি

 


নিজস্ব প্রতিবেদক, 

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের সিরাজ বালুয়া পাড়া গ্রামের ওপর দিয়ে বয়ে যাওয়া করতোয়া নদী থেকে নির্বিচারে বালু উত্তোলনের ফলে চরম হুমকির মুখে পড়েছে এলাকার শতাধিক বসতবাড়ি। নদীভাঙনের আশঙ্কায় আতঙ্কে দিন কাটাচ্ছেন গ্রামবাসী।

স্থানীয়দের অভিযোগ, ব্লকের কাজের জন্য বালু উত্তোলনের কথা বলা হলেও এটি সঠিক পরিকল্পনা ও নিরাপত্তা ছাড়া চালানো হচ্ছে। এতে নদীর পাড় ভেঙে পড়ছে এবং বসতবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

গ্রামবাসী মো. শাজাহান মন্ডল বলেন, “আমার বাড়িটি একেবারে নদীর পাড়ে। এভাবে বালু তুলতে থাকলে যেকোনো সময় আমার ঘরবাড়ি নদীতে চলে যেতে পারে। আমরা খুব আতঙ্কে আছি।”

স্থানীয় গৃহবধূ সুচনা রানী বলেন, “দূর কোনো স্থান থেকে বালু এনে কাজ করা উচিত। এখান থেকে বালু তুললে আমরা ঘর হারাবো। এমন অন্যায় আমরা মেনে নিতে পারছি না।”

এলাকাবাসীরা আরও জানান, দিনরাত বালুবাহী ট্রাক চলাচলের ফলে এলাকায় ধুলাবালু ও শব্দ দূষণ বেড়ে গেছে। পাশাপাশি গ্রামীণ কাঁচা রাস্তাগুলো ভেঙে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।

অন্যদিকে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, নদীর পাশ ঘেঁষে নির্মিত ব্লকের কাজেই এই বালু ব্যবহৃত হচ্ছে। তবে তারা স্বীকার করেছেন, স্থানীয়দের অভিযোগ গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে।

এলাকাবাসী প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে অবিলম্বে বালু উত্তোলন বন্ধ ও নদীভাঙন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ