ওয়ায়েস কুরুনী স্টপ করেসপন্ডেন্ট
দিনাজপুরের নবাবগঞ্জে রাতের আঁধারে ৯টি চালকলের বিদ্যুৎ মিটার চুরির ঘটনা ঘটেছে। বিস্ময়করভাবে, চোরেরা প্রতিটি মিটার খুঁটির নিচে একটি চিরকুট রেখে গেছে, যাতে তাদের বিকাশ নম্বর লেখা ছিল। সেই নম্বরে যোগাযোগ করলে প্রতিটি মিটারের জন্য ৩ হাজার থেকে ৮ হাজার টাকা দাবি করা হচ্ছে।
মঙ্গলবার গভীর রাতে নবাবগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের মনিরামপুর ও উপজেলা সদরের হাসপাতাল এলাকায় এসব ঘটনা ঘটে। মেসার্স তামিজ হাসকিং মিলের মালিক মো. মনিরুজ্জামান জানান, রাত তিনটার দিকে বিদ্যুৎ না পেয়ে খুঁটির কাছে গিয়ে মিটার চুরি হওয়ার বিষয়টি প্রথম টের পান।
ভুক্তভোগীরা বুধবার নবাবগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। থানার ওসি মো. আবদুল মতিন বলেন, অভিযোগ পাওয়া গেছে, তদন্ত চলছে। দোষীদের শনাক্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়দের অভিযোগ, এর আগেও এভাবে মিটার চুরির ঘটনা ঘটেছে। চোররা চিরকুটে বিকাশ নম্বর রেখে টাকা দাবি করে। অথচ নম্বর থাকা সত্ত্বেও এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি, যা তদন্ত নিয়ে প্রশ্ন তুলছে।
0 মন্তব্যসমূহ