স্টাফ রিপোর্টার
দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার ৮নং মাহমুদপুর ইউনিয়নের অন্তর্গত চরকাই রেঞ্জের আওতাধীন ভাদুরিয়া বিটের করিমপুর মৌজায় (সিএস দাগ ৫১ ও ৫২) প্রায় ৪ একর সরকারি বনভূমি জবরদখলমুক্ত করে নতুন বাগান সৃজন কার্যক্রম শুরু করেছে বন বিভাগ।
গতকাল শুক্রবার (৪ জুলাই) সকাল থেকে শুরু হওয়া এই কার্যক্রমে সরাসরি উপস্থিত থেকে দিকনির্দেশনা প্রদান করেন সহকারী বন সংরক্ষক মোহাম্মদ তানভীর ইসলাম নাহিদ। তার নেতৃত্বে ভাদুরিয়া বিট কর্মকর্তা মোঃ এরশাদ আলী ও তার সহকর্মীরা সফলভাবে বনভূমি উদ্ধারে অংশ নেন।
উদ্ধারকৃত জমিতে ২০২৪-২৫ অর্থবছরের আওতায় ফলজ, বনজ ও বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। কর্মকর্তারা জানান, এই কার্যক্রম চলমান থাকবে এবং ভবিষ্যতেও নিয়মিত রক্ষণাবেক্ষণের মাধ্যমে বনায়ন কার্যক্রম পরিচালিত হবে।
অভিযান ও চারা রোপণ কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন সহকারী বিট কর্মকর্তা মোঃ আরাফাত হোসেনসহ বন বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
বন বিভাগের কর্মকর্তারা জানান, অবৈধভাবে দখল হওয়া বনভূমি উদ্ধারের পাশাপাশি পরিবেশ রক্ষায় এবং জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও জোরদার করা হবে।
0 মন্তব্যসমূহ