ওয়ায়েস কুরুনী স্টাফ করেসপন্ডেন্ট:-দিনাজপুরের নবাবগঞ্জ মহিলা ডিগ্রি কলেজে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির ছাত্রীদের নবীন-বরণ, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর ২০২৫) কলেজ প্রাঙ্গণে দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জিল্লুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দীপক কুমার বনিক।
অনুষ্ঠানে নবাবগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা সদস্য ও বর্তমান গভর্নিং বডির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন নবাবগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ শাফিকুল ইসলাম।
নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া, কৃতি ছাত্রীদের সংবর্ধনা এবং শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল দিনের মূল আকর্ষণ।
আয়োজনে ছিল স্নাতক ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীবৃন্দ, নবাবগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ।


0 মন্তব্যসমূহ