নবাবগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযান: তিন ইটভাটায় ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা, একটি ভাটার চিমনী অপসারণ


 নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:- দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় ভ্রাম্যমান আদালতের অভিযানে তিনটি ইটভাটায় মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা এবং একটি ইটভাটার চিমনী অপসারণ করা হয়েছে। সোমবার (০৩ নভেম্বর ২০২৫) দিনব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়।


এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুনতাসির মাহফুজ, প্রসিকিউশনে ছিলেন পরিবেশ অধিদপ্তর দিনাজপুরের সহকারী পরিচালক বদরুন্নাহার সীমা। অভিযানে সহায়তা করেন এসআই (নিঃ) ডেভিড হিমাদ্রী বর্মা ও সঙ্গীয় পুলিশ ফোর্স।


অভিযানে ৮নং মাহমুদপুর ইউনিয়নের তলব রশিদ সাকিনে এমএম ব্রিকস-এর লাইসেন্স নবায়ন না থাকায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন, ২০১৩ এর ৪ ধারা লঙ্ঘনের দায়ে একই আইনের ১৪ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।


৩নং গোলাপগঞ্জ ইউনিয়নের হরিপুর সাকিনে এএসএম ব্রিকস ফিল্ড-কে একই অপরাধে ১ লাখ টাকা জরিমানা করা হয়।


এছাড়া ২নং বিনোদনগর ইউনিয়নের তাহেরগঞ্জ বাজার এলাকায় এসএ (সাবেক এমএমবি) ইটভাটা বৈধ কাগজপত্র ছাড়া এবং সনাতনী পদ্ধতিতে পরিচালিত হওয়ায় ভ্রাম্যমান আদালত ভাটার চিমনী গুড়িয়ে ফেলে।


অভিযান চলাকালে আইনশৃঙ্খলা ছিল স্বাভাবিক। নবাবগঞ্জ থানা পুলিশ, র‍্যাব-দিনাজপুর ক্যাম্পের সদস্য এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা অভিযানে সহায়তা করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ