নবাবগঞ্জে শহিদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদ্‌যাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত


 রিয়াদ হাবিব নবাবগঞ্জ দিনাজপুর প্রতিনিধি:দিনাজপুরের নবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস–২০২৫ উদ্‌যাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৩ ডিসেম্বর ২০২৫) সকালে উপজেলা পরিষদ হল রুমে এ সভার আয়োজন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ জিল্লুর রহমান।

সভায় দিবস দুটি সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ, প্রস্তুতি পর্যালোচনা এবং সার্বিক ব্যবস্থাপনা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। র‌্যালি, পুষ্পস্তবক অর্পণ, শহিদদের প্রতি শ্রদ্ধা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ সকল আয়োজন যথাযথ মর্যাদায় পালন করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন ইউএনও।

সভায় উপস্থিত ছিলেন—মাধ্যমিক শিক্ষা অফিসার দীপক কুমার বনিক, বিভিন্ন ইউনিয়নের ইউপি চেয়ারম্যানবৃন্দ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ নাজমুল হুদা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা–কর্মচারী, জনপ্রতিনিধি এবং স্থানীয় সাংবাদিকবৃন্দসহ অনেকে।

বক্তারা বলেন, জাতির ইতিহাসের গুরুত্বপূর্ণ এই দুই দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা প্রত্যেকের দায়িত্ব। তরুণ প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।

উপজেলা প্রশাসন জানায়, দিবস দুটি সফলভাবে উদযাপনে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ